সর্বশেষ খবর:

দারুল ফুনুন মাদরাসা নতুন ওয়েবসাইটে সবাইকে স্বাগতম ।  
মেনু নির্বাচন করুন

সভাপতির বাণী


আবদুল হামিদ
, দারুল ফুনুন মাদরাসা

আলহাদুলিল্লাহি রাব্বিল আল-আমিন। আস্সালাতু আস্সালামু আলা আশরাফিল আম্বিয়ায়ি ওয়াল মুরসালিন। আল্লাহ তায়ালা বলেন ”পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন”। (আল-কোরআন)। প্রিয় নবী (সাঃ) বলেছেন, ”সকল মুসলিম নর-নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ”। প্রিয় সুধী, আপনারা সকলে অবগত আছেন যে, এ দেশে দুটি শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটি সাধারণ শিক্ষা ব্যবস্থা, অন্যটি মাদরাসা শিক্ষা ব্যবস্থা। সাধারণ শিক্ষা ব্যবস্থা দুনিয়ামুখী আর মাদরাসা শিক্ষা ব্যবস্থা দুনিয়া ও আখেরাতমুখী। দুনিয়া আমাদের স্থায়ী নিবাস নয়। আমাদেরকে অবশ্যই মৃত্যু বরণ করতে হবে। তাই পরকালীন সম্বল অর্জন করাই বুদ্ধিমানের কাজ। পৃথিবী দ্রুত জ্ঞান-বিজ্ঞানে উন্নতি লাভ করছে, আর তথ্য-প্রযুক্তিতে আকাশ ছোঁয়া সাফল্য অর্জন করছে। বর্তমানে এই শিক্ষাকে এড়িয়ে চলার কোন উপায় নেই। সময়ের চাহিদাকে পুরণ করতে মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে বর্তমান ওলামায়ে কেরাম আঙ্গিকে ঢেলে সাজিয়েছেন। তাই আজকে মাদরাসা শিক্ষার্থীরা কোন অংশেই পিছিয়ে নেই। ইসলামের মূল শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা তথা জ্ঞান-বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার সমম্বয়ে সময়োপযোগী বর্তমান মাদরাসা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষায় শিক্ষিত কোন ছাত্রকে এখন আর পূর্বের মত বেকারত্বের অভিশাপ নিয়ে জীবন যাপন করতে হয় না। আমরা চাই, এ দেশের প্রতিটি নাগরিক ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক, ইসলামী তাহজীব-তমুদ্দুন সমৃদ্ধ নৈতিক চরিত্রবান ও আদর্শবান হিসাবে গড়ে উঠুক, জ্ঞান-বিজ্ঞানের উচ্চ শাখায় বিচরণ করুক। এরই পরিপেক্ষেতে দারুল ফুনুন মাদরাসার জন্য একটি ডাইনামিক ওয়েব সাইট চালু করা হয়েছে যা অত্যন্ত যুগোপযোগী ও বাস্তবধর্মী। এ ওয়েবসাইট চালু করার ফলে তথ্য-প্রযুক্তির যুগের সাথে তাল মিলানো ও ডিজিটাল বাংলাদেশ গড়া সহজতর হবে এবং যে কেউ প্রতিষ্ঠানের তথ্যসমূহ সহজে অবগত হতে পারবে। তাই এ ওয়েব সাইট চালু করতে পেরে আমি খুবই আনন্দিত | এই মাদরাসার কল্যাণে অত্র মাদরাসার পরিচালনা পর্ষদ এবং সকল শিক্ষকবৃন্দ যারা আক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং সকল অভিভাবক যারা আপনাদের সন্তানদের অত্র মাদরাসায় পড়ানোর মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছেন । আমি সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ পাক আমাদের সকলকে তাহার নবীর উছিলায় দুনিয়া ও আখিরতে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

Top